প্রতিষ্ঠানের ইতিহাস

image-not-found

আল্লাহর মনোনিত ধর্ম ইসলাম। শেষ নবী হরলন হযরত মুহাম্মদ (সাঃ) যার পরে কোন ও রাসূল এ পৃথিবীতে ধর্ম প্রচার করতে আগমন করবে না। কিন্তু নবী রাসূলদের অবর্তমানে একটি কালো যুগ সন্ধিক্ষনে মানুষ যখন ধর্মীয় অনুশাসন ভুলে গিয়ে পাপাচার ও ব্যভিচারে লিপ্ত হয় কখনই আল্লাহর ওলীগণ পৃথিবীতে আগমন করে থাকেন। ইসলাম প্রচার ও সমাজ সংস্কারের ক্ষেত্রে ওলী দরবেশ ও উলামায়ে কেরামের অবদান আমাদের ইতিহাসে এক উজ্জল অধ্যায় হয়ে রয়েছে। এমনি একজন স্মরণীয় ও বরণীয় ব্যক্তি হচ্ছেন হাদীয়ে বাঙ্গাল হযরত মাওলানা শাহ্ কারামাত আলী জৈনপুরী (রহ.)। যার শিক্ষা, সাধনা, চারিত্রিক বৈশিষ্ট্য এবং অবদান আমাদের জাতীয় ইতিহাসের গতিধারাকে বিলুপভাবে প্রভাবিত করে।
ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) এর বংশধারায় স্নাত মাওলানা শাহ্ কারামাত আলী জৈনপুরী ভারতের উত্তর প্রদেশের অন্তর্গত জৈনপুর শহরের মোল্লাটোলা মহল্লায় ১২১৫ হিজরীর ১৮ই মহরম জন্মগ্রহণ করেন।
শিক্ষার বিস্তার : মাওলানা কারামাত আলী (রহ.) এর একান্ত চেষ্টায় ইসলামের আলোয় নতুন করে আলোকিত হলো জৈনপুর। নামাজ, রোজা, কায়েমের পর তিনি দৃষ্টি দিলেন জৈনপুরে ইসলামী শিক্ষা বিস্তারে। তিনি ভাবলেন কুসংস্কার দূরীকরণে চাই শিক্ষা। সেই সাথে তরুন ও নবীদের গড়ে তোলা। প্রয়োজন আধুনিক ইসলামী শিক্ষার জন্য মাদ্রাসা। জৈনপুরে বিখ্যাত দানবীর হাজী ইমাম বখশ সাহেবের কাছে গেলেন তিন। তার কাছে মাদ্রাসার জন্য একটি যায়গা চেয়ে নিলেন ওয়াখফ করে। তারপর প্রতিষ্ঠা হলো মাদ্রাসা। নাম মাদ্রাসায়ে হানিপিয়া। জৈনপুর ও উপমহাদেশে ইসলামী শিক্ষা বিস্তারে এই মাদ্রাসায়ে হানিফিয়ার অনেক অবদান রয়েছে। আজও এ মাদ্রাসা বিদ্যমান। এখান থেকে শিক্ষা নিয়ে অনেকেই বিশিষ্ট বুজুর্গ পরিনত হন। এদের মধ্যে অন্যতম হলো হযরত মাওলানা কারামাত আলী (রহ.) এর বড় ছেলে মাওঃ হাফিজ আহমদ (রহ.) ও সৈয়দ আমহদ বেরেলভী (রহ.) এর অন্যতম খলিফা মাওলানা আব্দুল হাই (রহ.)।

সভাপতির বাণী

image-not-found

بسم الله الرحمن الرحيم
পরম করুনাময় আল্লাহর নামে শুরু করছি। দারুস্সালাম সিদ্দীকিয়া একাডেমি বাংলাদেশের অন্যতম সুপরিচিত প্রসিদ্ধ দীনী শিক্ষা প্রতিষ্ঠান। মাদরাসাটি ভোলা জেলাম লালমোহন উপজেলার গজারিয়া পশ্চিম বাজারে অবস্থিত। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আক্বিদা-বিশ্বাসে অনঢ় একদল শ্রেষ্ঠ মুসলিম আলিম তৈরীর প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে মাদরাসাটি। এক ঝাঁক নবীন ও প্রবীন শিক্ষকদের নিরসল বিজ্ঞানসম্মত পাঠদান, বিশেষ কোচিং, মাসিক পরীক্ষা, সাময়িক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা ও ছাত্রদের কঠোর পরিশ্রমের মাধ্যমে মাদরাসাটি ইতোমধ্যে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ভালো ফলাফলের মাধ্যমে গৌরবোজ্জ্বল অবস্থান করে নিতে সক্ষম হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে এর খ্যাতি স্বীকৃত।

দীনী শিক্ষা বিস্তার, দীনের সংরক্ষণ ও প্রচার-প্রসার, শির্ক-বিদ্‌আতের মূলোৎপাটন এবং আদর্শ নাগরিক তৈরীর দৃঢ় প্রত্যয় নিয়ে অলী কুলের শীরমনি হযরত হাসনাইন আহমেদ জৌনপুরি (ভারত) এর ইযাযতে ২০১৬ইং সালে গড়ে উঠা এ মাদরাসাটি বর্তমানে ৮ বৎসর অতিক্রম করে চলেছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদরাসাটি তার মহান লক্ষ্য অর্জনে সুখ্যাতি ও কৃতিত্বের সাক্ষর রেখে চলছে দেশ-বিদেশে। মাদরাসাটির উত্তরোত্তর উন্নতি-অগ্রগতি ও সুনাম অর্জনে সুবিজ্ঞ শিক্ষকমন্ডলীর অক্লান্ত পরিশ্রম এবং দেশ-বিদেশের দীন-দরদী শুভাকাঙ্খী ও দানশীল ভাই-বোনদের সার্বিক সহযোগিতা বিষেশভাবে স্মরণীয়। সর্বোপরি মহান রাব্বুল আলামীনের বিশেষ রহমত্ ও করুনার দৃষ্টির মাদরাসাটির চলার পথের প্রধান পাথেয়।

সভাপতি,
দারুসসালাম সিদ্দীকিয়া একাডেমি।

অধ্যক্ষের বাণী

image-not-found

بسم الله الرحمن الرحيم
পরম করুনাময় আল্লাহর নামে শুরু করছি। দারুস্সালাম সিদ্দীকিয়া একাডেমি বাংলাদেশের অন্যতম সুপরিচিত প্রসিদ্ধ দীনী শিক্ষা প্রতিষ্ঠান। মাদরাসাটি ভোলা জেলাম লালমোহন উপজেলার গজারিয়া পশ্চিম বাজারে অবস্থিত। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আক্বিদা-বিশ্বাসে অনঢ় একদল শ্রেষ্ঠ মুসলিম আলিম তৈরীর প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে মাদরাসাটি। এক ঝাঁক নবীন ও প্রবীন শিক্ষকদের নিরসল বিজ্ঞানসম্মত পাঠদান, বিশেষ কোচিং, মাসিক পরীক্ষা, সাময়িক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা ও ছাত্রদের কঠোর পরিশ্রমের মাধ্যমে মাদরাসাটি ইতোমধ্যে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ভালো ফলাফলের মাধ্যমে গৌরবোজ্জ্বল অবস্থান করে নিতে সক্ষম হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে এর খ্যাতি স্বীকৃত।

দীনী শিক্ষা বিস্তার, দীনের সংরক্ষণ ও প্রচার-প্রসার, শির্ক-বিদ্‌আতের মূলোৎপাটন এবং আদর্শ নাগরিক তৈরীর দৃঢ় প্রত্যয় নিয়ে অলী কুলের শীরমনি হযরত হাসনাইন আহমেদ জৌনপুরি (ভারত) এর ইযাযতে ২০১৬ইং সালে গড়ে উঠা এ মাদরাসাটি বর্তমানে ৮ বৎসর অতিক্রম করে চলেছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদরাসাটি তার মহান লক্ষ্য অর্জনে সুখ্যাতি ও কৃতিত্বের সাক্ষর রেখে চলছে দেশ-বিদেশে। মাদরাসাটির উত্তরোত্তর উন্নতি-অগ্রগতি ও সুনাম অর্জনে সুবিজ্ঞ শিক্ষকমন্ডলীর অক্লান্ত পরিশ্রম এবং দেশ-বিদেশের দীন-দরদী শুভাকাঙ্খী ও দানশীল ভাই-বোনদের সার্বিক সহযোগিতা বিষেশভাবে স্মরণীয়। সর্বোপরি মহান রাব্বুল আলামীনের বিশেষ রহমত্ ও করুনার দৃষ্টির মাদরাসাটির চলার পথের প্রধান পাথেয়।

পরিচালক
মাওলানা মোঃ জাকির হোসাইন
দারুসসালাম সিদ্দীকিয়া একাডেমি।